• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে নিহত ৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মার্চ ২০২০, ১৭:৫৪
কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে নিহত ৪ 
কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে নিহত ৪ 

সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার ক্যাপ্টেন মুনসুর আলী ডিগ্রী কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কমপক্ষে আটজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের জাহিরুলের ছেলে তোজাম্মেল হক (৫৬), বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের সুলতানের ছেলে রাশিদুল (২৭) ও তালম ইউনিয়নের তালম নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১৬) ও শাহজাদপুর উপজেলা বাসিন্দা গরুর ব্যাপারি অজ্ঞাত (৫০)।

আহতরা হলেন- গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২২) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩২) সহ আর ৬জন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত আছে। এছাড়া ঘটনাস্থলে থাকা ফায়ার স্টেশনের লিডার আব্দুলাহ আল মাহমুদ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলা তালম ইউনিয়নের গুল্টা হাটের হাট বার ছিল। হাট সংলগ্ন ক্যাপ্টেন মুনসুর আলী ডিগ্রী কলেজের নির্মাণাধীন গেটের ছাদের নিচে বসে গরু-ছাগল বিক্রির ক্রেতা-বিক্রেতারা বসে ছিল। এ সময় আচমকা গেটের ছাদটির ওপরের অংশ তাদের মাথার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই ওই ৪ জনের মৃত্যু হয় এবং ৮ জন আহত হন।

তাড়াশ ইউএনও ইফফাত জাহান, ওসি মাহবুবুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে উদ্ধার কাজে তদারকি করছেন।
এছাড়া সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

ঘটনাস্থলে থাকা তাড়াশ ইউএনও ইফফাত জাহান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
X
Fresh