• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে ইরাকি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মার্চ ২০২০, ১২:৫৬
জরিমানা কোয়ারেন্টিন ইরাক
ফাইল ছবি

সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টিনে না থাকায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক ইরাকি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাকে এ জরিমানা করা হয়।

ওই ইরাকি প্রবাসীর নাম মকবুল হোসেন (২৮)। তিনি দরগ্রাম ইউনিয়নের মধ্যরৌহা গ্রামের ফকির আলীর ছেলে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশরাফুল আলম জানান, মকবুল হোসেন গেল ছয় মার্চ দেশে ফেরেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তার নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকার কথা। কিন্তু তিনি তা না করে বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, এর আগে গেল রোববার সন্ধ্যায় একই অভিযোগে একই উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে সৌদিপ্রবাসী লাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh