• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় ৪৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মার্চ ২০২০, ২৩:৪৯
নওগাঁয় ৪৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে নওগাঁয় ৮টি উপজেলায় ৪৪ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নওগাঁ জেলার সিভিল সার্জন ডা. এসএম আখতারুজ্জামান জানান, হোম কোয়ারেন্টিনে থাকা প্রত্যেকেই বিভিন্ন দেশ থেকে সম্প্রতি দেশে এসেছেন। জননিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রায় দু’সপ্তাহ অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে।

তিনি বলেন, সাপাহার উপজেলায় ২১ জন ছাড়াও নওগাঁ সদরে ১, নিয়ামতপুরে ২, ধামইরহাটে ১, বদলগাছী ৩, মহাদেবপুরে ২, আত্রাইয়ে ১২, রানীনগরে ২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের বলা হয়েছে যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে তাহলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে উন্নত চিকিৎসা দেবেন।

সিভিল সার্জন আরও জানান, প্রবাসীদের মধ্যে ভাইরাসজনিত কোনও সমস্যা আছে কিনা সেটার জন্য তাদের নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনিটরিং করছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh