• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে ১১৫ জন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ১৬ মার্চ ২০২০, ১৭:৪৬
করোনা ধর্ষণ ভাইরাস
ফাইল ছবি

রাজশাহী বিভাগের আটটি জেলায় আজ সোমবার পর্যন্ত মোট ১১৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এছাড়াও রাজশাহীর যে চারজন হোম কোয়ারেন্টিনে ছিল তাদের করোনা ভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।

তবে হোম কোয়ারেন্টিনে থাকা ১১৫ জনের এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক গোপেন্দ্রনাথ আচার্য।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৭০ জন, নওগাঁ জেলার ১৬ জন, নাটোর জেলার তিনজন, জয়পুরহাট জেলায় ছয়জন, বগুড়া জেলায় ১১জন, সিরাজগঞ্জ জেলায় ছয়জন ও পাবনা জেলায় তিনজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে রেখে পর্যবেক্ষণ করা হবে। প্রত্যেকে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে আছে।

কোয়ারেন্টিনে থাকার অর্থই যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত তা কিন্তু নয় বলেও জানান তিনি।

এদিকে সরকারের নীতি অনুসারে দেশে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত করতে হলে ঢাকায় অবস্থিত জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মাধ্যমে তা চিহ্নিত করতে হবে। তাই হোম কোয়ারেন্টিইনে থাকারা করোনাভাইরাস পজিটিভ কিনা তা জানতে ঢাকার ওপর নির্ভর করতে হচ্ছে রাজশাহী স্বাস্থ্য বিভাগকে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রীর আত্মীয় বলে ছাড় পাবে না : পলক
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
X
Fresh