• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ মাস পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ মার্চ ২০২০, ১৭:০০
ভোমরা বন্দর দিয়ে আবারও ভারতে থেকে পেঁয়াজ আমদানি শুরু
ফাইল ছবি

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আজ রোববার দুপুরে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। আজ ভারত থেকে ৯টি পেঁয়াজ ভর্তি গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। প্রতিটি গাড়িতে ২০ টন করে পেঁয়াজ রয়েছে বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দরের তথ্য কর্মকর্তা তারিকুল ইসলাম।

তিনি জানান, আজ বেলা দেড়টার দিকে পেঁয়াজবাহী ৯টি গাড়ি বাংলাদেশে ঢুকেছে। ভারতের অভ্যন্তরে মোট ৮৮টি পেঁয়াজের গাড়ি বাংলাদেশে ঢুকার অপেক্ষায় রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে দেশে আসবে বলে জানান তিনি।

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে সর্বশেষ পেঁয়াজের গাড়ি ঢোকে গত ১০ অক্টোবর।

এদিকে, সাতক্ষীরার বাজারগুলোতে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh