• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় ৫ ঘণ্টাব্যাপী মাদকবিরোধী অভিযান, আটক ৪ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১৪ মার্চ ২০২০, ২০:০০
চুয়াডাঙ্গায় ৫ ঘণ্টাব্যাপী অভিযান, আটক ৪ 
অভিযানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার ও গ্রাম পুলিশের ১৬০ সদস্যের দল অংশ নেয়, ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামে জেলা প্রশাসন ও পুলিশের নেতৃত্বে ৬ বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযান শুরু হলে মাদক ব্যবসায়ীরা তাদের বাড়ি তালা মেরে কৌশলে পালিয়ে যায়। এ সময় টাস্কফোর্সের সদস্যরা আকন্দবাড়িয়া গ্রামের চারদিক ঘিরে অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তবে, কোন মাদক উদ্ধার করতে পারেনি টাস্কফোর্সের সদস্যরা।

অভিযানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার ও গ্রাম পুলিশের ১৬০ সদস্যের দল অংশ নেয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে। আটককৃতরা হলেন- আকন্দবাড়িয়া গ্রামের রনি মিয়া(৩৫), নাজমা বেগম(৪৫), সেলিনা খাতুন(৫০) ও মো. ইস্রাফিল(৩৫)। তাদেরকে দর্শনা থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মাদক নির্মূল করতে সব বাহিনী একত্রে অবিরাম কাজ চালিয়ে যাবে। যারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ, হিট এলার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি
X
Fresh