• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ মার্চ ২০২০, ১৮:৫৭
বাগেরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি: আরটিভি অনলাইন

বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে মাদারীপুর হয়ে বরিশাল যাচ্ছিল। অপরদিকে ট্রাকটি লোহার রড নিয়ে ঢাকা থেকে আসছিল। ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে সেখান থেকে অনেককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘাতক ট্রাকটির এক্সেল ভেঙে রাস্তার উপর পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ রাস্তা পরিষ্কার করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
X
Fresh