• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাসের প্রতিষেধক বেচতে গিয়ে কারাগারে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১২ মার্চ ২০২০, ২৩:১৫
করোনাভাইরাসের প্রতিষেধক বেচতে গিয়ে কারাগারে
নেত্রকোনা

নেত্রকোনায় করোনাভাইরাসের ভুয়া প্রতিষেধক বেচার সময় দুই ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার পরে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আল ইমরান রুহুল ইসলাম এই কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, রাশেদুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম রুবেল (২৭)। তাদের দু’জনের বাড়ি ময়মনসিংহের ভিন্ন ভিন্ন থানায়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘গতকাল বুধবার সারাদিন ও বৃহস্পতিবার সকাল থেকে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে মাইকিং করে করোনাভাইরাসের ‘প্রতিষেধক’ বিক্রির জন্য প্রচার চালান রুবেল মিয়া। এরপর আজ বৃহস্পতিবার বিকেল থেকে গন্ডা এলাকার পাহাড়পুর ঈদগাহ মাঠে রুবেল ও কথিত ডাক্তার রাশেদুল ইসলাম প্রতারণার মাধ্যমে করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করছিলেন।’

এ খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয় জানিয়ে ওসি বলেন, এ সময় তাদের কাছে থাকা আয়ুর্বেদিক জাতীয় কিছু ওষুধ জব্দ করা হয়।

পরে আটকদের কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আল ইমরান রুহুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh