• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লাখ টাকার যৌতুক দিয়েও লাশ হলেন নাসরিন

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ মার্চ ২০২০, ১৭:৩২
নিহত গৃহবধূ বরগুনা
ফাইল ছবি

বরগুনা সদর উপজেলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম নাসরিন আক্তার। তিনি ওই ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের সেলিম খানের মেয়ে।

স্থানীয়রা জানান, মাত্র ৫ মাস আগে একই ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামের আজাহার আলীর ছেলে রাজুলের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের সময় দেড় লক্ষাধিক টাকার যৌতুক দেয়া হয়। তারপরও মাদকাসক্ত রাজুল যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত।

নিহতের মামাত বোন সোনিয়া আক্তার জানান, নাসরিনকে নির্যাতন চালিয়ে তার স্বামী হত্যা করেছে। ঘরের বিভিন্ন জায়গায় রক্তের চিহ্ন রয়েছে।

সোনিয়া আরও দাবি করেন, তার বোনকে হত্যার পরে গলায় ওড়না বেধে বারান্দায় ঝুলিয়ে রাখা হয়েছিল। পুলিশ যাবার আগেই মরদেহ নামিয়ে ফেলেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, নাসরিনের স্বামী রাজুলকে থানায় আনা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
X
Fresh