• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ

নিহত শাওনসহ ৬ বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ মার্চ ২০২০, ১৩:০৩
মামলা বিজিবি গ্রামবাসী
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির গুলিতে চারজন নিহতের ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

মামলায় মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়নের হাবিলদার ইসহাক আলীসহ ছয়জন বিজিবি সদস্যকে আসামি করা হয়েছে। মামলায় নিহত শাওনকেও আসামি দেখানো হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে মাটিরাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন নিহত মফিজ আলীর ছেলে মানিক মিয়া।

মামলার বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূইয়া আরটিভি অনলাইনকে বলেন, হত্যা, হুমকি, অনধিকার প্রবেশ, আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিসহ মোট নয়টি ধারায় মামলাটি রুজু করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গেলো বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে ঘটনায় নিহত চার গ্রামবাসীসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

হাবিলদার ইসহাক আলী মাটিরাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গেলো মঙ্গলবার জেলার মাটিরাঙ্গা উপজেলার গাজীনগর এলাকায় গাছ পরিবহনে বাঁধা দেয়াকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও চার গ্রামবাসী গুলিতে নিহত হন।

এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। আহত হন আরও একজন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
X
Fresh