logo
  • ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২০, ১৬ চৈত্র ১৪২৬

পদ্মায় নৌকাডুবি : বরের খোঁজ মিললেও নিখোঁজ নববধূ

স্টাফ রিপোর্টার, রাজশাহী
|  ০৬ মার্চ ২০২০, ২৩:২৯ | আপডেট : ০৬ মার্চ ২০২০, ২৩:৪৩
পদ্মায় নৌকা ডুবি : বরকে খোঁজ মিললেও নিখোঁজ নববধূ
রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে ডিসির বাংলোর সামনে বৌভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে পদ্মা নদীতে বরযাত্রীবাহী ২টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ঘটনার পর বর আসাদুজ্জামান রুমনকে (২৫) পাওয়া গেলেও কণে সুইটি খাতুন পুর্ণি (২০) রয়েছেন নিখোঁজ।

নিখোঁজ সুইটি পবা উপজেলার ডাইঙ্গেরহাট গ্রামের শাহীন আলীর মেয়ে। আর রুমন (২৫) চরখানপুরের মৃত ইনছার আলীর ছেলে।  

আজ শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নৌকাডুবির ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মরিয়ম (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা নিচ্ছেন আরও ৬ জন বলে জানিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।   এ ঘটনায় ১০ জন সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ বেশ কয়েকজন। নিহত শিশুর বসুয়া এলাকার রতনের মেয়ে। রতনও এঘটনায় নিখোঁজ রয়েছেন

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সন্ধ্যায় বৌভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে শ্রীমপুর এলাকায় পদ্মা নদীতে ২টি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে নৌকা ২টিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তবে এদের মধ্যে অনেকেই সাঁতরে পাড়ে উঠেছেন।

চরখিজিরপুর এলাকায় ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান শেষে তারা ফিরানিতে নৌকাযোগে ফিরছিল মহানগরীর কর্নহার থানার ডাইংহাট এলাকায় মেয়ের বাড়িতে। এসময় বাতাসে নৌকা দুটির  পাশাপাশি ধাক্কা লাগায় এ ঘটনা ঘটে বলে জানান বেঁচে ফিরে আসা নৌকার যাত্রী।

নৌ পুলিশের ইন্সপেক্টর মেহেদি হাসান জানান, নদীতে কেউ ডুবে আছেন কিনা তা দেখার জন্যই দুই সদস্যের ডুবুরি দল ও বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে গেছেন। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

এসএস   

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯ ১৯
বিশ্ব ৭৪১০৩০ ১৫৬৮৩৮ ৩৫১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়