• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নবীগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ১০

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০২০, ১৬:৪২
নবীগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ১০
নবীগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ১০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া।

নিহতরা মধ্যে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন ইমন খান (২৭), রাজীব (২৮), মহসিন (৩০), রাব্বী (২৪) আসমা (৩০) ও সুমনা (৩৪)।

এদের মধ্যে সুমনার মৃত্যু হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা মারা যান ঘটনাস্থলে।

ওসি মো. এরশাদুল হক বলেন, একটি মাইক্রোবাসে করে যাত্রীরা ঢাকা থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

এছাড়া আরও পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি এরশাদুল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
X
Fresh