logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: ওয়ার্ল্ডোমিটার। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, আক্রান্ত ১ লাখ ১৪১৭৪, মৃত্যু ২৬২৪ জন: সিএএএন।

ধর্ষণ চেষ্টাকারীর জিহ্বা কামড়ে দিয়ে বাঁচালেন গৃহবধূ

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৪ মার্চ ২০২০, ১৩:৩৪ | আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৩:৪২
ধর্ষণ গৃহবধূ নিহত
প্রতীকী ছবি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষকের জিহ্বায় কামড় দিয়ে নিজেকে রক্ষা করেছেন এক গৃহবধূ।

গতকাল সোমবার দিনগত রাত  একটার দিকে এ ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজদিখান থানায় বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ হাটি গ্রামে একটি বিয়ের আয়োজন চলছিল। ওই সুযোগে দক্ষিণ হাটি গ্রামের সাগর মণ্ডল (৪৫) একই গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ওই গৃহবধূ কামড় দিয়ে ধর্ষকের জিহ্বা কেটে ফেলে।

অভিযুক্ত সাগর মণ্ডল পলাতক আছে বলে জানিয়েছেন ওসি।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৩৭৪২০ ২৫২৯৪৪ ৬৭২৬০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়