• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেত্রকোনায় কাপড়ের দোকানে আগুন, ১০ কোটি টাকার ক্ষতি

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০২০, ১২:২০
নেত্রকোনায় কাপড়ের দোকানে আগুন, ১০ কোটি টাকার ক্ষতি
নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি কাপড়ের দোকানসহ একটি বাড়ি পুড়ে গেছে।

মঙ্গলবার মধ্যরাতে পৌর শহরের মধ্য বাজারের পাইকারি কাপড়ের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরের আপন গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে কাপড়ের দোকানে ধোঁয়া দেখতে পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা যান্ত্রিক ত্রুটির কারণে আগুন নিয়ন্ত্রণ করতে পার ছিল না। পরে নেত্রকোনা ও কমলাকান্দা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট যুক্ত হয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে বাজারের আদর্শ বস্ত্রালয়, আপন গার্মেন্টস, অপূর্ব ফ্যাশনসহ সাতটি দোকানের সব মাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।

এ ছাড়াও আশপাশের আরও ১০টিরও বেশি দোকানের মাল বের করতে গিয়ে ক্ষয়ক্ষতির শিকার হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
পাবনার সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন
X
Fresh