• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিশু তুম্পা অপহরণ ও হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ০৩ মার্চ ২০২০, ২০:০৪
শিশু তুম্পা অপহরণ ও হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর শিশু তুম্পা অপহরণ ও হত্যা মামলায় একমাত্র আসামি চাচা আতিকুলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল করিম এ রায় দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২২ জুন রাত ৯টার দিকে জেলার গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার নিজ বাসার বারান্দার চৌকির উপর থেকে তিন বছর বয়সের শিশু ভাতিজি তুম্পাকে অপহরণ করে চাচা আতিকুল। পরে মোবাইল ফোনে তুম্পার বাবা হুমায়ুন কবিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ওই টাকা আতিকুলের কাছে পৌঁছে দেয়ার জন্য বলা হয়। এরপর তিন দিন পর ২৫ জুন সকালে আতিকুলের বাড়ির পাশের কলাবাগানের মধ্যে থেকে তুম্পার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৭ জুন তুম্পার বাবা হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে গলাচিপা থানায় একটি অপহরণ ও হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২৬ নভেম্বর চাচা আতিকুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ২১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষরগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

আসামি পক্ষের মামলা পরিচালনা করেন মুজাহিদুল ইসলাম জাহিদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কমল দত্ত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
৪৪ বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ভিয়েতনামের ধনকুবেরের মৃত্যুদণ্ড
শবে কদরের রাতে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা
শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম, যুবকের মৃত্যুদণ্ড
X
Fresh