• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জ্বর ও ব্যথা নিয়ে সিঙ্গাপুর ফেরত যুবক হাসপাতালে ভর্তি

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০২০, ২১:৫৬
জ্বর ও ব্যথা নিয়ে সিঙ্গাপুর ফেরত যুবক হাসপাতালে ভর্তি
নওগাঁ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত এক বাংলাদেশি যুবক নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হলেন মেহেদী হাসান। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান শরীরে অনেক জ্বর ও ব্যথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসানকে সিঙ্গাপুর থেকে ফেরার খবরে নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মুনির আলী আকন্দ জানান, শরীরে জ্বর থাকার কারণে এবং সিঙ্গাপুর ফেরত হওয়ার কারণে প্রাথমিকভাবে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা না থাকায় রোগীকে আজ একাকী এক ওয়ার্ডে রাখা হয়েছে। আগামীকাল পরামর্শ করে রোগীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোগীর মা জানিয়েছেন, গেল বৃহস্পতিবার তার সন্তান মেহেদী হাসান সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেন। তারপর থেকে জ্বর ভালো না হওয়ায় ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করেছি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতা রফিকুল ইসলাম হাসপাতালে ভর্তি
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ, একদিনেই হাসপাতালে ভর্তি ১৮৩
হাসপাতালে ভর্তি সব্যসাচী
X
Fresh