• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বেড়েছে আদার আমদানি, কমেছে দাম

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ মার্চ ২০২০, ১০:১১
বেড়েছে আদার আমদানি, কমেছে দাম
বেড়েছে আদার আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে আদার আমদানি, সেই সঙ্গে খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম। এক সপ্তাহ আগে যে আদা খুচরা বাজারে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা কেজিতে, সেই আদা কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।

দাম কমার কারণ হিসেবে হিলি বাজারের আড়তদাররা বলছেন, রমজানকে কেন্দ্র করে আমদানিকারকরা বেশি পরিমাণে আদা আমদানি করছে, এতে করে আদার সরবরাহ বেড়েছে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে। সরবরাহ বাড়ায় বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে।

হিলি বাজারে আদা কিনতে আসা মতিউর রহমান জানান, কিছু দিন আগে আদার দাম ১২০ টাকা ছিল। আজ কিছুটা দাম কমেছে, এই জন্য ৫ কেজি কিনলাম।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গত তিন মাসে এই বন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৩১৯ মেট্রিক টন আদা আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
X
Fresh