• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘বাংলাদেশের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রতি শিখতে পারে পার্শ্ববর্তী দেশগুলো’

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতি
ফাইল ছবি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির ক্ষেত্রে পৃথিবীর সামনে উদাহরণ। সাম্প্রদায়িক সম্প্রতির ক্ষেত্রে বাংলাদেশ যে উদাহরণ সৃষ্টি করেছে পার্শ্ববর্তী অনেক দেশ এ থেকে শিখতে পারে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার বিকেলে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মাঠে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আনজুমানে রজভীয়া নুরিয়া বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে তথ্যমন্ত্রী আরও বলেন, বৈষয়িক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন। তাহলেই দেশকে সত্যিকার অর্থে একটি উন্নতে দেশে রূপান্তরিত করা যাবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মাদক পাচার, বিক্রেতা, সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কে কোন দলের তা দেখা হয়নি এবং দেখা হবেও না ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অকেজো স্যাটেলাইট
এ বছর ফেব্রুয়ারি মাস যে কারণে ২৯ দিনের
টালিউডে অভিষেকেই ফারিণের বাজিমাত, মুকুটে নতুন পালক
X
Fresh