• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অটোরিকশা বাঁচাতে গিয়ে মোটরসাইকেল খাদে, নিহত ১

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬
নিহত মোটরসাইকেল দুর্ঘটনা
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের উত্তর ব্যাপারীহাটের বাঁশেরতল স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ সরকার। তিনি পৌরসভার উত্তর বকসির খামার এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। আহত ব্যক্তির নাম তৈয়ব আলী। তিনি মাছুরখামার গ্রামের ইছাহাক আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে নিহত মামুনুর রশিদ ও তার বন্ধু তৈয়বা আলী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথি এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের বাঁশেরতল নামক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলটি জোরে ধাক্কা খায়।

পরে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন পাকা রাস্তায়। এতে ঘটনাস্থলেই মারা যান মামুনুর রশিদ। স্থানীয়রা গুরুতর আহত তৈয়ব আলীকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
X
Fresh