• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গরু নিয়ে মাঠে যাওয়া হলো না কৃষকের

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৩
কৃষক টাকা গরু
ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। শনিবার উপজেলার বালিয়া বেইলি ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গরুও মারা যায়।

নিহত ব্যক্তির নাম গণেশ দাস (৪৮)। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, গণেশ দাস বাড়ি থেকে গরু নিয়ে বিলে কাজ করতে যাচ্ছিলেন। তিনি উপজেলার বালিয়া বেইলি ব্রিজের কাছে পৌঁছালে পেছন দিকে থেকে একটি ইটবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা গরুটিও ঘটনাস্থলে মারা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ইটবোঝাই ট্রলিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে সাতক্ষীরা পুলিশ সুপারের বাংলোর সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাপ নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
টাইটানিকের সেই দরজা নিলামে যত টাকায় বিক্রি হলো
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
বড় খামারিদের কারসাজিতে ৫০০-তে নামছে না গরুর মাংস 
X
Fresh