• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টিফিনের টাকা বাঁচিয়ে গরিব শিক্ষার্থীদের পাশে তারা

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১
টাকা টিফিন শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে টিফিনের টাকা জমিয়ে অর্ধ শতাধিক গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘একদিশা’।

শনিবার দুপুরে ঘোড়াঘাট আস.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় গরিব, অসহায় ও দুঃস্থ ৬৭ জন শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও স্কুল ড্রেস বিতরণ করে ‘একদিশা’ সংস্থার শিক্ষার্থীরা।

‘নিজের টাকা জমিয়ে অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াব’ এই স্লোগানকে সামনে রেখে দুই মাস আগে ঘোড়াঘাট আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী মিলে স্বেচ্ছাসেবী সংস্থা ‘একদিশা’ গঠন করে। তারা প্রতিদিনের টিফিনের টাকা থেকে কিছু টাকা জমিয়ে রাখে এবং সে টাকা গরিব শিক্ষার্থীদের জন্য ব্যয় করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকেই সহানুভূতিতার শিক্ষায় শিক্ষিত হবে। অনেক গরিব মেধাবী শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে বই, খাতা, কলম ও স্কুল ড্রেসসহ অন্যান্য শিক্ষা উপকরণ কিনতে পারে না। তারা এই সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে। এই সংস্থার কার্যক্রম শুধু আমাদের স্কুলের মধ্যেই সীমাবন্ধ থাকবে না! এই কার্যক্রম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে দিতে আমরা এই সংস্থা’র শিক্ষার্থীদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
টাকার হিসাব জানার অধিকার জনগণের আছে: ব্যারিস্টার সুমন
X
Fresh