• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

হাতিয়ায় বিএনপির সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১
বিএনপি, সাংবাদিক, অশোভন আচরণ
নোয়াখালী

নোয়াখালীতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ করার সময়ে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে বিএনপি দলীয় সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিমের বিরুদ্ধে।

আজ শনিবার সকালে ওই সাবেক সাংসদের বাসভবনে অনুষ্ঠিত সম্মেলনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে বিএনপি দলীয় সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিমের বাসভবন চত্বরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। সম্মেলনে তার বক্তব্য চলাকালীন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে সভার সভাপতি প্রকৌশলী ফজলুল আজিম স্থানীয় সংবাদকর্মীদের নির্ধারিত স্থান থেকে রুক্ষ ভাষায় নেমে যেতে বাধ্য করেন। পরে সব সাংবাদিকরা এ ঘটনার প্রতিবাদে সম্মেলনস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় হাতিয়া প্রেস ক্লাব তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
পিটার হাসকে নিয়ে বিএনপির বোধোদয় 
X
Fresh