• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নড়াইলে আধিপত্য বিস্তারকে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০
হামলা কালিয়া নড়াইল
ফাইল ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের সমর্থকরা কুপিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে

গেলো মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পেড়লী গ্রামে হামলার ঘটনা ঘটে আহত যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে উপজেলার পেড়লী গ্রামের দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে সংঘর্ষ এড়াতে মঙ্গলবার রাতে পুলিশ উভয় গ্রুপের চারজনকে আটক করেছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেড়লী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্নু শেখ রেজাউল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছিল এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্নু শেখ গ্রুপের সমর্থকরা রেজাউল মোল্যা গ্রুপের সমর্থক জাহাঙ্গীর মোল্যাকে কুপিয়ে পিটিয়ে আহত করে হামলার খবর ছড়িয়ে পড়লে দুগ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

মঙ্গলবার রাতে কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মন্নু শেখ গ্রুপের মৃত আব্দুল আলীর ছেলে আকিবার শেখ (৫৫) মৃত হাসান শেখের ছেলে লাবু (৫০), রেজাউল মোল্যা গ্রুপের দলনেতা মৃত রবজেল মোল্যার ছেলে রেজাউল মোল্যা (৫৫) মৃত ইউসুফ মোল্যার ছেলে মফিজ মোল্যাকে (৪২) আটক করে

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উত্তেজনা থামাতে উভয়পক্ষের চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হামলার ঘটনায় কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
১৫ এপ্রিল নড়াইলে শুরু হবে ‘সুলতান মেলা’
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
X
Fresh