• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অভিমান করে চার ছাত্রী নিরুদ্দেশ, উদ্ধার করলো পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯
ছাত্রী নিখোঁজ উদ্ধার
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে একসঙ্গে চার ছাত্রী নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তাদের উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গেলো শনিবার ফুলপুর উপজেলার পূর্ব বাখাইল এলাকার নিজ বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি দুই সহোদর বোনসহ চার ছাত্রী। তাদের মধ্যে দুইজন স্নাতক, একজন উচ্চ মাধ্যমিক ও একজন মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে দুইদিন পর ২৪ ফেব্রুয়ারি এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিখোঁজদের পরিবার।

পরিবারের সঙ্গে অভিমান করে তারা গাজীপুরের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল। তাদের মোবাইল ফোন বন্ধ থাকার কারণে পরিবার অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি।

পুলিশ জানার পর, মোবাইল ফোন ট্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে উদ্ধার করে। তাদেরকে পরিবারের হেফাজতে বুঝিয়ে দেয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
পাথরঘাটায় ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
X
Fresh