logo
  • ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২০, ২১ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯ এর মধ্যে রয়েছে দুই শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছেন, মোট মৃত্যু ২৩৭৩: গভর্নর অ্যান্ড্রু কুমো। ভারতে মোট ৬২ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭৮ জন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই।

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

মৃত্যুর কাছে হার মানলেন সাইদুল

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ, আরটিভি অনলাইন
|  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯ | আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪
মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
ফাইল ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাইদুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এই ঘটনায় গুরুতর দগ্ধ তায়েব আলীকে (১৫) উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিহত সাইদুল ইসলামের মামাতো ভাই আব্দুল্লাহ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গেলো রোববার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুঃখিয়াবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাড়ির মালিক সানোয়ার হোসেন (৫০), সানোয়ারের ছেলে সাইদুল ইসলাম (৩০), সানোয়ারের স্ত্রী লিলি খাতুন (৪০), নূর আলমের মেয়ে নাজিরা খাতুন (১৮), সাইদুলের মেয়ে সুমাইয়া খাতুন (দেড় বছর), সানোয়ারের ছেলে তায়েব আলী (১৫) ও মুকুল শেখের ছেলে মেহেদী হাসান (১০) দগ্ধ হন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৭০ ৩০
বিশ্ব ১১২৩০২৪ ২২৮০০৬ ৫৯১৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়