• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

মৃত্যুর কাছে হার মানলেন সাইদুল

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯
মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
ফাইল ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাইদুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এই ঘটনায় গুরুতর দগ্ধ তায়েব আলীকে (১৫) উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিহত সাইদুল ইসলামের মামাতো ভাই আব্দুল্লাহ শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গেলো রোববার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুঃখিয়াবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বাড়ির মালিক সানোয়ার হোসেন (৫০), সানোয়ারের ছেলে সাইদুল ইসলাম (৩০), সানোয়ারের স্ত্রী লিলি খাতুন (৪০), নূর আলমের মেয়ে নাজিরা খাতুন (১৮), সাইদুলের মেয়ে সুমাইয়া খাতুন (দেড় বছর), সানোয়ারের ছেলে তায়েব আলী (১৫) ও মুকুল শেখের ছেলে মেহেদী হাসান (১০) দগ্ধ হন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শনিবার কোথায় কখন গ্যাস থাকবে না, জানাল তিতাস
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
X
Fresh