• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝকঝকে রেলস্টেশনটি কোনও উপকারে আসছে না এলাকাবাসীর (ভিডিও)

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৯
স্টেশন ট্রেন দুর্ভোগ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের করটিয়া-সোনালিয়া রেলস্টেশনটি পাঁচ বছর আগে নির্মাণ হলেও এর কোনও উপকার পাচ্ছেন না এলাকাবাসী। তাদের অভিযোগ, স্টেশনটি নির্মাণ হওয়ার পর তারা আশা করেছিলেন ট্রেনে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। মালামাল আনা-নেয়া করতে পারবেন। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও স্টেশনটি চালুর কোনও পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানান তারা।

বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, ‘স্টেশনটির কাজ অনেক আগেই শেষ হয়েছে। তাই দ্রুত স্টেশনটি চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্টেশনটি চালু হলে এলাকাবাসী পরিবহন সেবাসহ বিভিন্ন ধরনের সেবা পাবেন।’

সুশাসনের জন্য প্রচারাভিযানের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মঞ্জু রানী প্রামাণিক আরটিভি অনলাইনকে বলেন, ‘যে এলাকার মানুষের ট্রেনের শব্দে ঘুম ভাঙে সেই এলাকার মানুষ ট্রেনের সুবিধা পাচ্ছে না। অবকাঠামোসহ সকল নির্মাণ কাজ শেষ হলেও স্টেশনটি চালু না হওয়ায় লোকজন যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত স্টেশনটি চালুর দাবি জানান তিনি।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, ‘রেল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত স্টেশনটি চালুর উদ্যোগ নেয়া হবে।’

এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সাংবাদিকদের সম্প্রতি জানিয়েছেন, জনবলসহ বেশ কিছু সমস্যা রয়েছে। তবে তা খুব তাড়াতাড়ি সমাধান করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালিবাগ ক্রসিংয়ে ট্রেন বিকল, ব্যাপক যানজট
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
৩ ঘণ্টায় বিক্রি হলো ট্রেনের ১৫ হাজার টিকিট
৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
X
Fresh