• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

প্রশাসন একচোখা আচরণ করছে: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৯
বিএনপি সিটি করপোরেশন
চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, প্রশাসন বিমাতাসুলভ একচোখা আচরণ করেছে। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এক সভায় তিনি অভিযোগ করেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠান পুলিশ বাতিল করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগ অনুমতি পেলে বিএনপি কেন পাবে না? নির্বাচনের আগে প্রশাসন সমতার জায়গায় দাঁড়াতে পারেনি।

তিনি বলেন , জনগণের ভোটাধিকার রক্ষা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্যই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে।

বিএনপি প্রার্থী বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ৮০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। জনগণকে ভোট কেন্দ্র নেয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি চট্টগ্রামকে আধুনিক, হেলদি পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলবেন।

নির্বাচন সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষে বিজয়ী হবে বলেও মন্তব্য করেন ডা. শাহাদাত।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালাল বর-কনে
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
X
Fresh