• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গঙ্গাবরণে গায়ে হলুদ, গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়বেন সৌম্য (ভিডিও)

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩০
গঙ্গাবরণে গায়ে হলুদ, গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়বেন সৌম্য 
সৌম্য সরকার

আত্মীয়-স্বজন পরিবেষ্টিত হয়ে গঙ্গাবরণের মধ্য দিয়ে গায়ে হলুদ হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারের। ঢাক-ঢোল কাশীর বাদ্য আর হুলুধ্বনিতে মুখরিত হয়ে উঠলো সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার ‘লাল সবুজ’ বাড়িটি।

এয়োগন তাকে হলুদ মাখিয়ে বরণ করে গঙ্গাজলে স্নিগ্ধ করে তোলেন। এই একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে যাবেন স্বজনরা। সেই হলুদেই মাখানো হবে পূজাকে। এরই মধ্যে বর সৌম্যকে আশীর্বাদ করলেন বাবা-মা ও স্বজনরা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মঙ্গলধ্বনি ঢাক শাঁখ সানাই আর বাদ্য বাজনায় উদ্ভাসিত হয়ে ওঠে সৌম্যর বাড়িটি। আবির রাঙা বাসন্তী বিকেলে সৌম্য সরকার তার বরযাত্রীদের নিয়ে রওনা হবেন খুলনায় কনের বাড়িতে। গোধূলিলগ্নে তারা বাধা পড়বেন সাতপাকে। শুক্রবার রাতে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে।

সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার বলেন, আজ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে মঙ্গলধ্বনি ঢাক শাখ সানাই আর বাদ্য বাজন বাজিয়ে খুলনার উদ্দেশে রওনা হবে সৌম্য।