• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে শক্তিমান চাকমা হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪২
রাঙামাটিতে শক্তিমান চাকমা হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
রাঙামাটিতে ‘বন্দুকযুদ্ধের’ পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করেন। ছবি: আরটিভি অনলাইন

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অর্পণ চাকমা। তিনি ইউপিডিএফের কর্মী এবং শক্তিমান চাকমা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

আজ বুধবার দুপুরে রাঙামাটি সেনা জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি জোনের সুবলং ক্যাম্পের নিয়মিত টহল দল নৌযানে বন্দুকভাঙ্গার সাক্রাছড়ি এলাকায় যায়। তারপর সেখানে নামার পর পাহাড় থেকে সশস্ত্র সন্ত্রাসীরা আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে টহল দলও পাল্টা গুলিবর্ষণ করার একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।

পরে নিরাপত্তা বাহিনী সেখান থেকে অর্পণ চাকমার লাশ উদ্ধার করে। এ সময় সেখানে ১টি দেশীয় অস্ত্র, ১টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ পাওয়া যায়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সদস্য নিহত
X
Fresh