• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৯
কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জুয়েল রানা। ছবি: সংগৃৃহিত

কুষ্টিয়ায় মাকে কুপিয়ে হত্যার দায়ে জুয়েল রানা নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী আসামি জুয়েল রানার উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের পুত্র।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দুপুরে জুয়েল রানার সঙ্গে তার মা বানেরা খাতুনের পারিবারিক কলহের জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে জুয়েল রানা উত্তেজিত হয়ে তার মাকে ধারালো হাঁসুয়া ও কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনার পরদিন জুয়েল রানাকে একমাত্র আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাবা আজিজুল সরদার।

এর প্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১ জানুয়ারি ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র পেশ করেন তদন্তকারী কর্মকর্তা উজ্জল হোসেন। পরে একই বছরের ১৯ জুন অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, গর্ভধারিণী মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দায়ে আদালত দীর্ঘ শুনানি শেষে আজ জুয়েল রানাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
X
Fresh