• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘আমাদের করোনাভাইরাস নির্ণয়ের পর্যাপ্ত যন্ত্রপাতি নেই’

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৮
‘আমাদের করোনাভাইরাস নির্ণয়ের পর্যাপ্ত যন্ত্রপাতি নেই’
সীতাকুণ্ডে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হলরুমে করোনাভাইরাসের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: আরটিভি অনলাইন

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ ইসমাইল খান বলেছেন, বাংলাদেশে যদি কোনোভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমাদের এখনো এই ভাইরাস নির্ণয় করার পর্যাপ্ত যন্ত্রপাতি নেই।

সীতাকুণ্ডে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হলরুমে অনুষ্ঠিত করোনাভাইরাসের ওপর এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শনিবার তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাস এখনো সারা পৃথিবীতে মহামারি আকার ধারণ করতে পারেনি। মহামারি আকার ধারণ করার আগেই আমাদেরকে সচেতন হতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফজলে রাব্বি চৌধুরী ও বিআইটিআইডি’র ডা. মামুনুর রশিদ। সেমিনারে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. রিদউয়ানুর রহমান, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আমির হোসেন, অধ্যাপক ডা. সুজাত পাল, অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার, অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ ও ডা. হাসিনা নাসরীনসহ দেশের খ্যাতনামা চিকিৎসকরা।

সেমিনারে কানাডা, যুক্তরাজ্য ও মোজাম্বিকের তিন ডাক্তার অংশগ্রহণ করেন। এছাড়াও সেমিনারে সারা দেশ থেকে প্রায় শতাধিক ডাক্তার অংশগ্রহণ করেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh