• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৪
ডাকাত বন্দুকযুদ্ধ নিহত
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ছয় বছরের শিশু রিমাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তরিকুল ওরফে সাদ্দাম (৩৫)। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের নোমানের ছেলে।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারত পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা বিষয়টির সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারত পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত থেকে সাদ্দামকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাকে নিয়ে থানায় আসার সময় শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় সাদ্দামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় তরিকুল ওরফে সাদ্দামের বুকে গুলি লাগলে রাত নয়টার দিকে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গেলো ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সদর উপজেলার চরবাডাঙ্গা গ্রামের রুহুল আমিনের শিশু মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী রিমাকে ধর্ষণের পর হত্যা করে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের একটি গর্তে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় নিহত রিমার বাবা গতকাল বুধবার রুহুল আমিন বাদী হয়ে তরিকুলসহ পাঁচ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পলাতক তুরিকুলের বাড়ি থেকে নিহত রিমার পরনের প্যান্ট উদ্ধার করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত
X
Fresh