• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাকে হত্যাচেষ্টার মামলায় আ. লীগ নেতা কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৫
পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, আ. লীগ নেতা কারাগারে
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান

মাকে হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গাইবান্ধা আমলী আদালতের (সাদুল্লাপুর) বিচারক রমেশ কুমার দাগা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের মৃত আসমত উল্লা সরকারের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইস্তিকুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈত্রিক জমির ভাগবাটোয়ারা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বৃদ্ধা মা, বড় ভাই ও বোনদের সঙ্গে মতিয়ার রহমানের দ্বন্দ্ব চলে আসছিল। এসব নিয়ে মতিউর রহমান ও তার লোকজন প্রায়ই বৃদ্ধা মাকে গালিগালাজ, বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেন, এমনকি মারধরও করেন। এরই ধারাবাহিকতাই গত বছরের ডিসেম্বর মাসে মতিয়ার ও তার সঙ্গীরা তার বৃদ্ধা মা মজিতন নেছা বেওয়াকে মারধর ও হত্যার চেষ্টা করেন।

অ্যাডভোকেট ইস্তিকুর রহমান জানান, মজিতন নেছা বাদী হয়ে মতিয়ারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে আজ শুনানি শেষে মতিয়ারের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh