• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে নৌকাডুবিতে শিশুসহ চারজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৬
নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু
পৃথক দুটি নৌকাডুবির পর চলছে উদ্ধার কাজ, ছবি: আরটিভি অনলাইন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগরের মোহনা ও জলবদর খাল এলাকায় ওরস মাহফিলে যাওয়ার পথে বুধবার পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলো- বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আব্দুল মালেক ও আব্দুল জলিল, কাথারিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মোহাম্মদ আক্কাস ও প্রতিবেশি মো. মিনহাজ।
বুধবার সকাল ও দুপুরে বাঁশখালী উপজেলার জলবদর খালে এবং বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁশখালীর কাথারিয়া ও খানখানাবাদ থেকে পৃথক দুটি নৌকায় করে দু’দল লোক কক্সবাজারের কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরস মাহফিলে যাচ্ছিল। এর মধ্যে একটি বঙ্গোপসাগরের মোহনার অদূরে জলবদর খাল এলাকায় গিয়ে অতিরিক্ত যাত্রীর চাপে ডুবে যায়। ওই নৌকায় প্রায় ৭০ জনের মতো যাত্রী ছিল। পরে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেন। বাকিরা নিরাপদে তীড়ে উঠতে পেরেছেন।
তিনি আরও বলেন, এছাড়া খানখানাবাদ থেকে যাওয়া আরেকটি নৌকা বঙ্গোপসাগরের মোহনায় গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেন। এই দুটি ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh