• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শরীয়তপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৪
শরীয়তপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
শরীয়তপুর

শরীয়তপুরে এক দম্পতিকে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির সবাই পলাতক রয়েছেন।

তারা হলেন, ভেদরগঞ্জ উপজেলার কাইচকু‌ড়ি গ্রামের রোমান গোলদার (৩২), সুমন গোলদার (৩০), মমতাজ বেগম (৫৮), স‌হিদুল্লাহ্ স‌হিদ (৩২) ও বেলা‌য়েত (৩০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার কাইচকু‌ড়ি গ্রামের আব্দুল হা‌কিম মৃধা ও তার স্ত্রী হা‌জেরা বেগ‌ম ২০১২ সালের ২২ জুন রাতের কোনও এক সময় রুমের জানালার গ্রিল ভেঙ্গে আসামিরা ভিত‌রে ঢু‌কে তা‌দের শ্বাস‌রোধ ক‌রে হত্যা করেন। প‌রে মুখ, হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল হা‌কিম মৃধা ও তার স্ত্রী হা‌জেরার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরের দিন ২৩ জুন তাদের ছেলে ‌ মো. আবু আলম মৃধা বাদী হ‌য়ে ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মির্জা মো. হজরত আলী বলেন, এ রায়ে আমরা খুশি। রায় ঘোষণার সময় পাঁচ আসামির কেউ ছিলেন না। তারা পলাতক রয়েছেন।

আসামীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম (কা‌সেম) বলেন, আদালতের এই রায়ে আমি খুশি নই। উচ্চ আদালতে যাব আমরা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
গৃহবধূ হত্যা মামলার ৩ পরিকল্পনাকারী ঢাকায় গ্রেপ্তার
X
Fresh