• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ২০ শিক্ষার্থী

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৭
নিহত শিক্ষার্থী আহত
ফাইল ছবি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত অন্তত ২০ জন আহত হয়েছেন

বুধবার সকাল আটটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের হাড়িখালি গতকাল রাত ১১ টার দিকে যশোর মাগুরা সড়কের সীমাখালীতে দুর্ঘটনা দুটি ঘটে

যশোরের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আজ সকালে গ্রিনবাংলা পরিবহনের একটি বাসে করে নাটোরের রাজবাড়ী পিকনিকে যাচ্ছিলেন তারা যশোর-সাতক্ষীরা সড়কের হাড়িখালিতে পৌঁছলে যশোর থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী একটি বাসের সঙ্গে পিকনিকের বাসটির মুখোমুখি ধাক্কা লাগে এতে লোকাল বাসের চালক মারা যান আহত হন দুই শিক্ষকসহ ১৮ শিক্ষার্থী তাদের বিভিন্ন হাসপাতাল প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে

অপরদিকে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার সীমাখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান যশোরের একটি ক্লিনিকের এক কর্মকর্তা মোশারেফ হোসেন

পুলিশ জানায়, মোশারেফ হোসেন তার স্ত্রীকে নিয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে করে যশোরে ফিরছিলেন তিনি রাত ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের সীমাখালীতে পৌঁছুলে একটি ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয় এতে তিনি গুরুতর জখম হন তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোশারেফ হোসেনকে মৃত ঘোষণা করেন মোশারেফ হোসেন মাগুরার সদর উপজেলার ইসাদহ গ্রামের বাসিন্দা

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
X
Fresh