• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বেগমগঞ্জে অর্ধশতাধিক দোকানে আগুন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮
আগুন দোকান বাসা
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ববাজার গোলাবাড়িয়ায় অর্ধশতাধিক দোকান ও বাসাসহ শতাধিক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বুধবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ওই গলিতে থাকা সবজির ও হাঁস-মুরগির দোকানসহ বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। একইসঙ্গে বাজারের পাশে থাকা বাসাগুলোতে আগুন লেগে আসবাবপত্রসহ ভবন পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত ৫০টির মতো দোকান পুড়ে ছাই হওয়ার তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে। আমরা খবর পেয়ে প্রায় চারটি ইউনিট দীর্ঘ এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। অন্য ইউনিটগুলোকে খবর দেয়ার চেষ্টা করছি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
X
Fresh