• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাসপাতাল থেকে ছাড়া পেলেন চীনের সেই নারী

রংপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬
করোনাভাইরাসের অস্তিত্ব না থাকায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন চীনের সেই নারী

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ না পাওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চীনের সেই নারীকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে চীনের নাগরিক জিংজং নামের ঐ নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চীনের ওই নারী জ্বর, সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে গত রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। তার রক্ত, লালা ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলে জানা যায়, তার শরীরে করোনাভাইরাসের কোনও অস্তিত নেই। তাই তাকে আজ দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, ওই নারী ৪ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানিতে কর্মরত।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজন করোনাভাইরাস সন্দেহে ভর্তি হন। এর আগের তিনজন ছিলেন চীনফেরত বাংলাদেশি শিক্ষার্থী। এই তিনজনের মধ্যে একজনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দু’জনকে ঢাকায় পাঠানো হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh