• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাগেরহাটে ১ কোটি ২০ লাখ মাছের পোনাসহ ৩ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১
মাছের পোনা, ৩ জেলে আটক
বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কোটি ২০ লাখ পারশে (ফাইস্যা) মাছের পোনাসহ ৩ জেলে ও একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা অর্থদণ্ড ও মাছের পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

তারা হলেন, আশাশুনি উপজেলার গফ্ফার সরদার (৪০), নয়ন সরদার (২৫) ও শফিকুল সরদার (২৮)।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বাগেরহাটের পানগুছি নদীতে অভিযান চালিয়ে তাদের মাছের পোনাসহ আটক করা হয়। কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবনের ভোলা নদী থেকে মাছের পোনা ধরে পাইকগাছা যাওয়ার পথে উপজেলার পানগুছি নদী থেকে পাছের পোনাসহ ৩ জেলে ও একটি ট্রলার আটক হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পরে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) রঞ্জনচন্দ্র দে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক
X
Fresh