• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মল নিয়ে সংঘর্ষে রোহিঙ্গা নারী নিহত

টেকনাফ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২০
নিহত নারী রোহিঙ্গা
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প নং-২৪) তুচ্ছ ঘটনায় মারপিটে নুর নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুদের মলমূত্র ত্যাগের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী ফেরদৌসি (২৫) ও আল মরিজান (৩৩) নামে অপর দুই রোহিঙ্গা নারীর সঙ্গে নুর নাহারের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা নুর নাহারকে মারধর করলে এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ক্যাম্পের আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারী ক্যাম্পের বি ব্লকের নূর আলমের স্ত্রী।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা আরটিভি অনলাইনকে জানান, পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
নারী কয়েদির সঙ্গে কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, অতঃপর...
X
Fresh