• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আশুলিয়ায় ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৪
ছুরিকাঘাত গৃহবধূ নিহত
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় শেলী সুলতানা (৪৩) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীর মেয়ে সানজিদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১১ টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শেলী সুলতানা দক্ষিণ বাইপাইলের ব্যবসায়ী টিপু সুলতানের প্রথম স্ত্রী।

তার বাবার বাড়ি টাঙ্গাইলে। নিহতের স্বামী টিপু সুলতানের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শিমুলতলা এলাকায়। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

পুলিশ জানায়, রাতে দক্ষিণ বাইপাইলের টিপু সুলতানের বাড়ি থেকে ছুরিকাঘাতে নিহত গৃহবধূ শেলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেসময় তার স্বামী কুষ্টিয়ায় অবস্থান করছিলেন। এ সময় আশেপাশের কাউকে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ সময় তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামীর প্রথমপক্ষের স্ত্রীর মেয়েকে আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
X
Fresh