• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় কলেজছাত্র হত্যায় ৪ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৭
কুষ্টিয়ায় কলেজছাত্র হত্যায় ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় কলেজছাত্র হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া এ মামলায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চৌড়হাস আদর্শপাড়া গ্রামের রাকিবুল ইসলাম রাকিব (২৫), এরশাদ নগর আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা সুজন (২২), পূর্ব মজমপুর গ্রামের শাহরিয়ার নাইম রাব্বি (২৪) এবং চৌড়হাস ফুলতালা গ্রামের পিয়াস (২৫)।

জানা যায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র পলাশ মোটরসাইকেলে পিটিআই সড়ক দিয়ে যাওয়ার সময় আসামিরা তার পথরোধ করে কুপিয়ে জখম করে। পরদিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় পলাশের মা ছয় আসামির নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
X
Fresh