• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফতুল্লার ইসদাইর বাজারে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৩
ফতুল্লার ইসদাইর বাজারে আগুন
ফতুল্লার ইসদাইর বাজারে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার বাজারে পাশে অবৈধভাবে গড়ে উঠা একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বস্তির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে। এতে বেশির ভাগ বসত ঘর ও গার্মেন্টসের ঝুটের গোডাউন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ইসদাইর এলাকায় এই আগুন লাগার ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পুরো বস্তিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের ১০টি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। বস্তিটি জলাধারের উপর ভাসমান অবস্থায় গড়ে উঠা বস্তিতে ৬০টি বসত ঘর, ঝুটের গুদাম পুড়ে গেছে বলে জানিয়েছেন বস্তিবাসীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দশটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh