• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাজিরায় আগুনে পুড়লো ছয় ঘর

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৬
আগুন গরু আগুন
ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়টি বসতঘর ও একটি গরু পুরে গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাইনপাড়া গ্রামের রাহেলা বেগমের রান্না ঘর থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি ঘরে।

পরে জাজিরায় পদ্মা সেতু প্রকল্প কাজে নিয়োজিত সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ততক্ষণে রোকন হাওলাদার, রাজ্জাক হাওলাদার, রাহেলা বেগম ও অন্যান্যদের ছয়টি বসতঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়দের অভিযোগ শরীয়তপুর ফায়ার সার্ভিস স্টেশনকে মোবাইল ফোনে অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হলেও তারা ঘটনাস্থলে যাননি ।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন, জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল সরকার।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
X
Fresh