• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গোপসাগরে ট্রলারডুবি

আরও এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার, ১৯ জনকে আসামি করে মামলা

অনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৫
আরও এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার, ১৯ জনকে আসামি করে মামলা

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় গুরুতর অবস্থায় আবদুল্লাহ নামে আরও এক রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫০ জন।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. নাঈম-উল হক এ জানান, আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার ট্রলারডুবির এ ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৩ জনকে।

এদিকে, ট্রলারডুবির ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ সকালে পুলিশের পক্ষ থেকে টেকনাফ থানায় মামলাটি করা হয়।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, এই ঘটনায় মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আটক ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা লেগে ছেঁড়াদ্বীপের কাছে মঙ্গলবার ভোরে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ট্রলারটিতে ১৩৮ যাত্রী ছিল। নিহতদের মধ্যে চারজন শিশু, ১১ নারী। উদ্ধারকৃত জীবিতদের মধ্যে ২৮ পুরুষ, বাকিরা নারী ও তিন শিশু। হতাহতদের সবাই রোহিঙ্গা নাগরিক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
জাহাজেই ফিরছেন এমভি আবদুল্লাহর সব নাবিক
২৩ নাবিকসহ আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়ল এমভি আবদুল্লাহ
দুবাই পৌঁছেছে এমভি আবদুল্লাহ 
X
Fresh