• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১
বাস মৃত্যু সড়ক
ওভারটেক করতে গিয়ে উল্টে যাওয়া বাস

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ সীমান্ত এলাকার অভিরামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এ সংঘর্ষে যানবাহন দুটি সড়কের পাশের দোকানে ঢুকে যায়। এতে চারটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নিহতরা হলেন রাহেলা বেওয়া (৭৫) ও তার মেয়ে শেফালী বেগম (৪৫)। নিহত রাহেলা বেওয়া পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস অভিরামপুর বাজারে এলে বাঁশবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের চারটি দোকানে ঢুকে যায়। এ সময় অভিরামপুর বাজারে পণ্য কিনতে আসা শেফালী বেগম ঘটনাস্থলে মারা যান।

গুরুতর আহত রাহেলা বেওয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তিনিও মারা যান।

এ সময় হানিফ পরিবহনের যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর উভয় পরিবহনের চালক পালিয়ে গেছে। তবে যানবাহন দুটি জব্দ করেছে পুলিশ।

হাইওয়ে থানা পুলিশের এস.আই শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
রুমা ও বিলাইছড়ি সীমান্তে তুমুল গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
X
Fresh