logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬

বরিশালে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে

বরশিাল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৫ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০
বরিশাল ট্রাক ব্রিজ
ছবি: সংগৃহীত
বরিশাল-নেছারবাদ সড়কের মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে একটি পাথরবোঝাই ট্রাক বাবুগঞ্জ উপজেলার মাদবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজ অতিক্রমের সময় ভেঙে খালের মাঝে পড়ে।সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ১২ চাকার এই ট্রাকটি পাথরবোঝাই করে বরিশালের দিক থেকে নেছারাবাদের দিকে যাচ্ছিল। ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে  ব্রিজসহ খালের মাঝ বরাবর পড়ে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ভাঙা ব্রিজের একটি অংশ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষজন পারাপার হচ্ছে।

ব্রিজটি ভেঙে যাওয়ার পর বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে বরিশাল-নেছারবাদ সড়কের যান চলচলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার আরটিভি অনলাইনকে জানান, ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পাথরবোঝাই নিয়ে ট্রাকটি পারাপারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ট্রাকটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে বরিশাল, বানারীপাড়া ও বাবুগঞ্জের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়