• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় হত্যার মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:০২
মামলা হত্যা যাবজ্জীবন
হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত তিন আসামি

কুষ্টিয়ায় বাদাম ব্যবসায়ী হাবিল ব্যাপারীকে হত্যা মামলায় তিনজন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার কুলবাড়িয়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম ও মৃত জয়নাল আবেদীনের ছেলে গোলাম সরোয়ার সরু এবং ব্রিজঘাট বাদাম গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. আনিছুজ্জামান আনিছ।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আরটিভি অনলাইনকে জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর বাদাম ব্যবসায়ী হাবিল ব্যাপারীকে চিকন তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরে মরদেহ উদ্ধার করে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করে। নিহতের বাড়ি জামালপুরে। ফেরি করে বাদাম’র ব্যবসা করতে সে ইবি থানা এলাকায় এসেছিল।

এ মামলায় দীর্ঘ শুনানি শেষে গতকাল মঙ্গলবার আদালত পেনাল কোডের ৩০২ ধারায় তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আসামিদেরকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
X
Fresh