• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাস্তায় পাওয়া গেলো নবজাতক শিশু

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩
রাস্তায় পাওয়া গেলো নবজাতক শিশু
বগুড়ায় রাস্তার পাশে ফেলে যাওয়া শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আরটিভি অনলাইন

বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পাশে বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পথচারী এক নারী শিশুটিকে ওই অবস্থায় দেখতে পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি খুবই নাজুক অবস্থায় নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, সকালে বেবি বেগম নামে এক নারী নবজাতককে রাস্তার পাশ থেকে কুড়িয়ে হাসপাতালে ভর্তি করেন। নবজাতক ছেলে শিশুটির ওজন মাত্র ৮০০ গ্রাম হওয়ায় তার শারীরিক অবস্থা খুবই নাজুক। তাকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মেডিকেল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুল আজিজ মণ্ডল জানান, ওই নবজাতককে কে বা কারা বস্তায় মুড়িয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে তা অনুসন্ধানে তারা কাজ করছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৃত্যশিল্পী ও পরিচালকদের মতবিনিময় সভা
চাঁদপুরে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
রামগড় আইসিপি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
এনএসআইয়ের নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর
X
Fresh